লবণ নিয়ে গুজব : দিরাইয়ে থানা পুলিশের বাজার পরিদর্শন

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে সোমবার রাত থেকে লবণের সংকট, দাম বৃদ্ধি গুজব ছড়িয়ে পড়লে বাজারের দোকানে দোকানে লবণ কিনতে ভিড় জমান সাধারণ মানুষ। অনেকেই লবণ কিনে মজুদ করেন। এপরিস্থিতিতে রাতেই উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে গুজবে কান না দেয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্লাহ। লবণ নিয়ে গুজব রটনা কিংবা মুল্যবৃদ্ধি করে লবণ বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি। সোমবার রাতেই বাজার পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকালে দিরাই থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল বাজার পরিদর্শনে বের হন। বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওসি কে এম নজরুল বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিটি দোকানে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে, কোম্পানি থেকেও সরবরাহ স্বাভাবিক আছে। নির্ধারিত মুল্যেই তারা লবণ বিক্রি করছেন। এরপরও আমরা এসব গুজবের ব্যাপারে সতর্ক আছি। লবণ নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্ঠা কিংবা মুল্যবৃদ্ধি করে লবণ বিক্রয় করলে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার অথবা থানা পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণকে বলা হয়েছে।