নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত।
বুধবার দুপুরে দিরাই-সরমঙ্গল ইউনিয়নের পুরাতন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সরকারি প্রতিষ্ঠান,আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় সরকারি নির্দেশ অনুযায়ী পরিষদের সকল সদস্যদের নিয়ে পালন করে যাচ্ছি। এবার ও মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা করেছি।ইউনিয়ন বাসীর যাতায়াতের সুবিধা এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি পুরাতন কার্যালয়ে ইউনিয়ন বাসীর সেবা করে যাচ্ছি। বছর দুয়েক আগে সরমঙ্গল গ্রামে নির্মিত নতুন ভবনে ওয়ার্ডসভাসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করি।গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আমাদের পুরাতন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য দফাদার গনি মিয়া ও ৪ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ নারায়ণ দাস এবং নতুন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কবিন্দ্র দেবনাথ আমাদের পরিষদের সিদ্ধান্ত মতে জাতীয় পতাকা উত্তোলন করে।ওইদিন আমরা ইউনিয়ন পরিষদের আয়জনে পুরাতন ভবনে আমাদের সদস্যদের অংশগ্রণে মহান বিজয় দিবসের আলোচনা সভা সম্পন্ন করি। কিন্তু বেলা ১১টার দিকে একটি অনলাইন পোর্টালে দেখি সরমঙ্গল গ্রামে অবস্থিত আমাদের নতুন অফিসে জাতীয় পতাকা নেই এমন একটি ভিডিও প্রচার এবং পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় এ নিউজ টি করা হয়েছে।উক্ত পত্রিকার প্রতিনিধি ও একাত্তর টিভি নামক ফেইসবুক পেইজের পরিচালক আমার আপন চাচাত ভাই জাকারিয়া হোসেন জুসেফ।যাদের সাথে বিগত কিছুদিন আগে আমাদের পারিবারিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের দায়ের করা মামলা আদালতে বিচারাধীন আছে।তাই আমি মনে করি আমার নির্বাচনের প্রতিপক্ষসহ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এহেন ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।পাশাপাশি দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রচারিত সংবাদের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিশা দাস,শান্তি বালা দাস,মুর্শিদা বেগম,অষ্টম রায়,নরেম চন্দ্র দাস,উত্তম তালুকদার নান্টু দাস,আব্দুল কাত্তার,সাহাব উদ্দিন, আজিজুল ইসলাম, বিল্লাল আহমেদ, আব্দুস সামাদ, ইউপি সচিব শিলা রানী প্রমুখ।