দিরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে করোনা ভাইরাস আতংঙ্কে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্থিতিশীল করার বিরোদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয় করার দায়ে মুদিদোকান ব্যবসায়ী নারায়ন দাস, আব্দুল বাতেন, পেঁয়াজের আড়তদার অমল রায়কে ৫ হাজার টাকা করে, মুল্য তালিকা না থাকা ও প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে রতি কান্ত দাস ও পুলক দাসকে ২ হাজার টাকা করে, অপরিচ্ছন্নতার দায়ে রেস্টুরেন্ট মালিক জুয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা, এমরান সরদারকে ১ হাজার টাকা ও পণ্যের গায়ে মুল্য লিখা না থাকায় বেকারি মালিক নাজমুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, করোনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট তৈরী করে দ্রব্যমুল্য বৃদ্ধি না করতে এবং প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টানিয়ে রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযান কালে ওসি কে এম নজরুলের নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি দল সাথে ছিলেন। এসময় স্যানেটারী ইন্সপেক্টর মঙ্গল চন্দ্র রায়, সাঁট লিপিকার স্বপন কান্তি দাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।