দিরাই’র আলোচিত ট্রিপল মার্ডার মামলা:  স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে আসামীদের আবেদন খারিজ

 

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইরে ট্রিপল মার্ডার মামলাটি স্থগিতাদেশ চেয়ে আসামীদের করা আবেদনটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। গত ১৫ অক্টোবর আসামীদের পক্ষে এডভোকেট রেজা-ই-মোরশেদ মামলাটির স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে একটি আবেদন করেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আতোয়ার রহমানের আদালত শুনানী শেষে আবেদনটি খারিজ করে আদেশ প্রদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ট্রিপল মার্ডার মামলার বাদি যুবলীগ নেতা একরার হোসেন জানান, গত ৫ অক্টোবর সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি অধিকতর তদন্তের জন্য র‌্যাব -৯ কে আদেশ প্রদান ও ৫ আসামীর বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা আদেশ জারি হয়। এর পর আসামীরা উচ্চ আদালতে মামলাটি স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে আমি আইনজীবীর মাধ্যমে এর বিরোধীতা করি। মাননীয় দুই বিচারপতি উভয়পক্ষের বক্তব্য শুনে আসামীদের আবেদনটি খারিজ করেছেন।

মামলা সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়াসহ সরকার দলীয় পরোয়ানাভূক্ত আসামীরা হলেন দিরাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, মেয়রের দুই ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া ও তাসবির মিয়া।  উল্লেখ্য,২০১৭ সালের সতের জানুয়ারী সুনামগঞ্জের দিরাই উপজেলায় কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহালের দখল নিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের দুই পক্ষের বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিন জেলে নিহত হয়। এ ঘটনায় যুবলীগ নেতা একরার হোসেন বাদি হয়ে ৩৯ আসামির নামে হত্যা মামলা করেন।