দিরাই’র দাভাঙ্গা হাওরে বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক নিহত

 

নিজস্ব প্রতিবেদক ঃঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার দাভাঙ্গা হাওরে বজ্রপাতে রবীন্দ্র দাস (৬০)ও টিপু দাস(২৩) দুই জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন । এসময় আরও ৫ জন আহত হয়েছেন।শুক্রবার বিকাল সাড়ে পাঁচ টার সময় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত দুই জনকে
স্থানীয়রা জানান ধীতপুর গ্রামের কয়েকজন শ্রমিক গ্রামের পাশে হাওরে দিনভর ধান কাটায় ব্যস্ত ছিলেন। বিকেল সাড়ে পাঁচ টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পায় তারা।এসময় সবাই বাড়ির দিকে দৌড়াচ্ছিল।কিন্তু বাড়িতে যাওয়ার পথে আট দশ জনের দলটি হঠাৎ বজ্রপাতের কবলে পরে।এসময় পাঁচ সাত জন লোক আহত হয়।আহতদের মধ্যে ধীত গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাসকে আশঙ্কা জনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। একই সময়ে হাওরে থাকা গলিশাল গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে দৈনিক দিরাই শাল্লা ডটকম কে বলেন, আমরা সবাই হাওরে ধান কাটায় ছিলাম।হঠাৎ আকাশে কালো মেঘ দেখে বাড়িতে যাইতেছিলাম।কিন্তু নিহত দু’জনের দলটি ধান ক্ষেতের মধ্যে বজ্রপাতের কবলে পড়ে। কয়েকজন আহত হয়। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন।