দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ বিএনপির অর্ধডজন প্রার্থীর দৌঁড়ঝাপ

 

নিজস্ব প্রতিবেদক,দিশাডটকম ঃ-বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ শে ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন।  হাওর বেষ্টিত জেলার বহু আলোচিত দিরাই পৌরসভায় এটি চতুর্থ নির্বাচন। মেয়র পদে দলীয় প্রতীকের পৌর নির্বাচন ঘিরে সরকার দলীয় সম্ভাব্য একাধিক প্রার্থীরা বেশ তৎপর থাকলেও বিএনপির তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। নির্বাচনে ৯ টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন পাড়া মহল্লায় নিজ নিজ বলয়ে ইতিমধ্যে প্রচারনায় নেমে পড়েছেন। মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচন করতে সরকারী দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ ও প্যানেল মেয়র সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় (বিশ্ব) দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন।  বিএনপি থেকে বিগত দুটি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা কারী সাবেক সংসদ সদস্য জননেতা নাছির চৌধুরীর ভাই সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম ও সাবেক ছাত্রনেতা এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দলীয় প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। এছাড়া জাতীয় পার্টি থেকে অনন্ত মল্লিক নামে একজনকে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর হিসেবে সমাজকর্মী রশীদ মিয়া অনেক আগে থেকেই প্রচারনায় রয়েছে।

দিরাই উপজেলা  নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা সদর থেকে দিরাই পৌর সদরের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। ১৯৯৯ সালে ভাটি হাওরের জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। উপজেলা সদরের ১৭ টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। সর্বশেষ শুমারি অনুযায়ী বর্তমানে ৯টি ওর্য়াডে দিরাই পৌরসভায় লোকসংখ্যা ৩২ হাজার ১৫৪ জন। ৬.৫ বর্গ মিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১  হাজার ৩ শ ৭৯ জন । এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ নারী ১০ হাজার ৮২৭। ২০১৫ সালের নির্বাচনে  আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন বর্তমান মেয়র মোশাররফ মিয়া। নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

আগামী ২৮ ডিসেম্বর আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ করছেন। পাড়া মহল্লায় হোটেল-রেস্তোরায় উপস্থিত হয়ে ভোটারদের সাথে তাদের নির্বাচনী আগাম প্রচার-প্রচারনা ও মতবিনিময় সহ কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায, দলীয় প্রতীকে নির্বাচনে মনোনয়ন দৌড়ে সম্ভাব্য ৩ প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তিন জনই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় জেলা কমিটি ও কেন্দ্রে লবিং করছেন। দুই তিন দিনের মধ্যে দলীয় সিদ্ধান্ত করে কেন্দ্রে নাম পাঠানো হবে। দলের মনোনয়ন ছেয়ে একাধিক প্রার্থীর মধ্যে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ভাই জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বিগত দুইটি  নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতাকারী মঈন উদ্দিন চৌধুরী মাসুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম ও সাবেক ছাত্রনেতা এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তদবির চালিয়ে যাচ্ছেন।উল্লেখ্য ২০০২ সালে প্রথম নির্বাচনে দিরাই পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি মনোনীক প্রার্থী হাজি আহমদ মিয়া। ২০১১ সালে দ্বিতীয় নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত আজিজুর রহমান বুলবুল।