শাল্লায় হাসপাতালসহ দুই গ্রাম অবরুদ্ধ

 

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ শাল্লা উপজেলা করোনা ভাইরাসে (কোভিড ১৯) তিন জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তিদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর আইসোলেশন কেন্দ্রে আনা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের নির্দেশে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ আক্রান্ত ব্যাক্তিদের নিজ নিজ গ্রাম লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দিলেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনসুত্রে জানা যায়, হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম, শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রাম ও সদর হাসপাতালকে অবরুদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব এলাকায় কেউ যেতেও পারবে না এবং এই এলাকার লোকজন অন্য এলাকায় আসতেও পারবে না।

এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শাল্লাবাসীর নিরাপত্তার জন্য আক্রান্ত ব্যাক্তিদের এলাকা চিহ্নিত করে অবরুদ্ধ করা হয়েছে। এবং আক্রান্ত ব্যাক্তিদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মোক্তাদির হোসেন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের এলাকা চিহ্নিত করে লাল নিশান টানিয়ে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।