শাল্লায় মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি-

দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল মুক্তাদির হোসেন বক্তব্যে বলেন- সারাদেশে ডেঙ্গুর উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। তাই ডেঙ্গুর উপদ্রব্য থেকে বাঁচতে হলে আমাদেরকে নিজ নিজ বাড়ির চারপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন বৃষ্টির পানি না ঝমে সেদিকে নজর রাখতে হবে। এসময় তিনি শুক্রবারে জু’মার আলোচনায় ডেঙ্গু থেকে রক্ষার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করার জন্যও উপজেলার প্রতিটি মসজিদের ইমামগণকে অনুরোধ জানান।
সভায় উপজেলা সদরসহ ৪টি ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণকে বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দায়িত্ব ভাগ করে দেয়া হয়।
অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডাঃ জামাল খাঁন, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাদী, অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ জামান চৌধুরী, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সূর্যকান্ত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস, ঘুঙ্গিয়ারগাঁও বাজার কামটির সাধারণ সম্পাদক সুবির সরকার পান্না, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল আহম্মদ তালুকদার, সাংবাদিক আনিসুল হক চৌধুরী মুন, ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।