ছেলেধরা গুজব ঠেকাতে স্কুলে স্কুলে শাল্লা থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি-

ছেলেধরা গুজব ঠেকাতে স্কুলে স্কুলে সচেতনতা মূলক আলোচনা ও প্রচারণায় মাঠে নেমেছে সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫জুলাই) সকাল ১০টায় অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশন উপজেলা কার্যালয়ে সকল ইমাম ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে এক শ্রেণির মানুষ। এসব গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া কোনো লোকের আচার-আচরণে কোনোরূপ সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিতে অনুরোধ জানান।
তাছাড়া উপজেলার ৪টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকার প্রতিটি স্কুলে গিয়ে গুজবে কান না দিতে আলোচনা ও প্রচারণা চালাতে নির্দেশ দিয়েছেন।