নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক পৌর সদরের মজলিশপুর গ্রামের বাসিন্দা সরবিন্দু দাস পাশের বাসার ৭/৮ বছরের এক মুসলমান মেয়েকে জোরপূর্বক বাসায় নিয়ে ধর্ষনের চেষ্টা করেন। মেয়েটির চিৎকার শুনে তার মা ও আশে পাশের বাসার লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করেন। বুধবার সকাল ৮ টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনাটি শুনে মেয়েটির আত্মীয় স্বজন ও প্রতিবেশি লোকজন এসে সরবিন্দুর বাসা ঘেরাও করে গ্রেফতারসহ বিচার দাবী করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া , দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়সহ দলীয় নেতাগণ উপস্থিত হয়ে সুষ্ট বিচারের আশ্বাস দেন। দুপুর ১২ টার পর সকলের উপস্থিতিতে ন্যাক্কারজনক ঘটনাকারী সরবিন্দুকে গলায় জুতার মালা পড়ানো ও ৩০ হাজার টাকা জরিমানা করে গ্রামের ফান্ডে জমা দেয়ার রায় ঘোষনা করেন বিচারকগণ। বিষয়টি নিয়ে দিরাইয়ের মানবাধিকার সংগঠন ও পৌর এলাকার সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। দিরাই থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন ঘটনাটি শুনেছি, তবে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। উল্লেখ্য দুই সন্তানের জনক সরবিন্দু দাসের বিরোদ্ধে ইতিপূর্বে এধরনের আরো একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশি লোকজন।