ছায়ার হাওরের ঢেউয়ে ভাঙছে দিরাই-শ্যামারচর সড়ক  

 

আকরাম উদ্দিন
দিরাই উপজেলা থেকে শাল্লা উপজেলায় সহজ যোগাযোগ মাধ্যম দিরাই-শ্যামারচর সড়ক। এবারের ভয়াবহ বন্যায় হাওরের ঢেউয়ে সড়কটির বিভিন্ন স্থান ভেঙে পড়ছে। সড়কের ভাঙা অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা স্থানীয়দের।
ছায়ার হাওর ও উদগল হাওরের উত্তাল ঢেউয়ে দিরাই-শ্যামারচর সড়কের বিভিন্ন অংশের সড়ক রক্ষা ব্লক খসে পড়েছে। শতাধিক গাছ-পালা বিলীন হয়েছে এবং এই বিটুমিনাস সড়কের বিভিন্ন স্থানে ভেঙে হাওরে বিলীন হয়েছে। সড়কের ভাঙন এলাকায় একটি কালভার্ট সেতুর উভয় পার্শ্বের অ্যাপ্রোচের মাটি সরে গেছে। এই সড়কের পার্শ্ববর্তী এলাকা কালীনগর, চকবাজার, রাজানগর সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা প্রতাপ দাস বলেন, এই সড়কটি শাল্লা উপজেলায় যোগাযোগের সহজ মাধ্যম। প্রতিদিন সড়কে শত শত যানবাহন ও মানুষ চলাচল করে থাকেন। হাওরের ঢেউয়ে ভেঙে যাওয়ায় সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শফিকুন নুর ও আহসান মিয়া বলেন, দিরাই-শ্যামারচর সড়ক হাওরের ঢেউয়ে ভেঙে পড়েছে। যতই সময় পার হচ্ছে, ভাঙন ততই বাড়ছে। ধীরে ধীরে সড়কের মাঝ পর্যন্ত চলে এসেছে। দ্রুত মেরামত কাজ শুরু না হলে পুরো সড়কটি বিলীন হয়ে পড়বে।
দিরাই-শ্যামারচর সড়কের সিএনজি গাড়ির চালক আব্দুল লতিফ বলেন, হাওরের ঢেউয়ে সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের খুবই সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। সামান্য ভুলের জন্য বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্রতিনিয়ত এমন আশংকা আমাদের। এই সড়ক সংস্কারের জন্য জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন।
দিরাই উপজেলা এলজিইডি’র প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, এবারের বন্যায় হাওরের ঢেউয়ে দিরাই-শ্যামারচর সড়ক প্রায় পৌনে তিন কিলোমিটার ভেঙে বিলীন হয়েছে। এই সড়ক সংস্কারের জন্য আমরা দ্রুত জরিপ কাজ শেষ করেছি। পানি কমে গেলে কাজ শুরু হবে।