দিরাইয়ে রুহেদ হত্যার অন্যতম আসামি রুহুল আমিন কাজী গ্রেফতার

 

নিজেস্ব  প্রতিবেদকঃ সুনামগঞ্জের  দিরাইয়ে জলমহাল নিয়ে আওয়ামী লীগ এর দু’পক্ষের সংঘর্ষে নিহত রুহেদ হত্যা মামলার অন্যতম আসামী রুহুল আমিন কাজীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

সোমবার রাতে ভাটিপাড়া গনকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সে আব্দুল আওয়াল কাজীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান।

উল্লেখ্য,দিরাইয়ে জলমহাল নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪০) নামে একজন নিহত হয়।এঘটনায় নিহতের ভাই সুহেদ মিয়া বাদি হয়ে দিরাই থানায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এর আগে গত সোমবার দুপুর ২টার দিকে দিরাই উপজেলার ভাটিপড়া গ্রামের পাশের উদির হাওর জলমহাল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপের সাথে আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা কাজল নুর গ্রুপের সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে কাজল নুরের চাচাতো ভাই রুহেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাছাড়া দু’পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।