দিরাইয়ে সাবেক ছাত্রনেতা বিপ্লব সরদার সংবর্ধিত

দিরাই প্রতিনিধি ঃ- দিরাই ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিপ্লব সরদাকে বিদায় সংবর্ধনা দিয়েছে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মঙ্গলবার সন্ধা ৭টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচালনায় সংবর্ধনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজি আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা কমিটির উপদেষ্টা রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইকবাল চৌধুরী, আল মরিয়াদ তনয়, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদলনেতা এসএম সায়েম, মেহেদী হাসান, জাহেদ মিয়া, এসআর সোহাগ, জাকির হোসাইন, শরীফ রব্বানী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেনআওয়ামীলীগ সরকার দেশের গণতন্ত্র হরণ করে নিয়েছে। ষোল কোটি মানুষ আজ শেখ হাসিনার কাছে জিম্মি। তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোরকরে জেলে বন্দি রেখেছে। তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেনা। খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র কায়েম ও তারণ্যের অহঙকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদলসহ দেশের মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে।, গোটাদেশ এখন গভীর অন্ধকারে নিমজ্জিত। তবে রাত্রী যতই গভীর হয়, প্রভাতের আলো ততই কাছে। সেদিন আর বেশী দূরে নয়, শিগ্রীই বাংলার আকাশে গণতন্ত্রের পতাকা উড়বে। সংবর্ধিত অতিথির বক্তব্যে বিপ্লব সরদার বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালেই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা এগিয়ে এসেছেন। ছাত্রদল দেশরে স্বাধীনতা সার্ববৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে। গণতন্ত্র ফেরত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।