দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিশ্বজিৎ রায়, বিএনপির ইকবাল চৌধুরী

 

নিজস্ব প্রতিবেদক,দিশা ডটকম ঃ-সকল জল্পনা কল্পনার অবসান শেষে দিরাই পৌরসভা নির্বাচনে দুই তরুণ প্রার্থীর মধ্যেই নৌকা- ধানের শীষের লড়াই হবে। দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিশ্বজিৎ রায় বিএনপির ইকবাল চৌধুরীকে প্রার্থী ঘোষনা করেছে দুই দলের কেন্দ্রীয় কমিটি। হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার বহু আলোচিত দিরাই পৌরসভায় এটি চতুর্থ নির্বাচন। মেয়র পদে দলীয় প্রতীকের পৌর নির্বাচন ঘিরে সরকার দলীয় সম্ভাব্য তিনজন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে বেশ তৎপর ছিলেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ ও প্যানেল মেয়র সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় (বিশ্ব) দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছিলেন । উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই তিন জনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। গতকাল দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব রড়ুয়া স্বাক্ষরিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন দিরাই পৌরসভার বর্তমান প্যানেল মেয়র সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় (বিশ্ব)। এর ফলে দলীয় মনোনয়ন থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটি দিরাই পৌরসভা নির্বাচনে পৌর ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি ইকবাল চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত  মনোনয়ন পত্র টি সংগ্রহ করেন ইকবাল হোসেন চৌধুরী। এর আগে গত বৃহস্পতিবার দলের সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক প্রস্তাব দিয়ে দলের একক প্রার্থী ঘোষণা করা হয় ইকবাল চৌধুরীকে। বিএনপি থেকে বিগত দুটি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন সাবেক সংসদ সদস্য জননেতা নাছির চৌধুরীর ভাই সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক। তিনি এবারের নির্বাচনে প্রার্থী না হওয়ায় অনেকটা সহজেই ইকবাল হোসেন চৌধুরী দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হয়ে গেলেন। দিরাই উপজেলা  নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা সদর থেকে দিরাই পৌর সদরের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। ১৯৯৯ সালে ভাটি হাওরের জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। উপজেলা সদরের ১৭ টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। সর্বশেষ শুমারি অনুযায়ী বর্তমানে ৯টি ওর্য়াডে দিরাই পৌরসভায় লোকসংখ্যা ৩২ হাজার ১৫৪ জন। ৬.৫ বর্গ মিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১  হাজার ৩ শ ৭৯ জন । এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ নারী ১০ হাজার ৮২৭। ২০১৫ সালের নির্বাচনে  আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন বর্তমান মেয়র মোশাররফ মিয়া। নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মঈন উদ্দিন চৌধুরী মাসুক। অবশেষে দিরাই পৌরসভা নির্বাচনে দুই তরুণ প্রার্থীর মধ্যেই নৌকা- ধানের শীষের লড়াই জমে উঠছে। আগামী ২৮ ডিসেম্বর আসন্ন দিরাই পৌরসভা নির্বাচন। উল্লেখ্য ২০০২ সালে প্রথম নির্বাচনে দিরাই পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী হাজি আহমদ মিয়া। ২০১১ সালে দ্বিতীয় নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত আজিজুর রহমান বুলবুল।