শাল্লায় ফলদ বৃক্ষ মেলা

নিজস্ব প্রতিনিধি-

“পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি সম্মত খাবার” শিরোনামে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ১০টি স্টলে বিভিন্ন ফল প্রদর্শনীসহ বৃক্ষ মেলার আয়োজন করা হয়।
সোমবার (২৯জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ বৃক্ষ চারা বিতরণ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজের পরিচলানায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, সরকারি গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সভার শুরুতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকরামুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়া উক্ত আলোচনা সভায় আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর কবীর খাঁন, উপ সহকারি কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, বিদুর চন্দ্র দাস, বিভুতোষ চৌধুরী, কল্যানব্রত সরকার, জবা রাণী দাশ, সরকারি গোবিন্দ চন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।