মাদক, জুয়া ও অসামাজিক প্রতিহত করতে কোন ছাড় দেয়া হবে না –ড.জয়া সেনগুপ্তা এমপি

দিরাই প্রতিনিধিঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য,দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, কালিয়াকুটা হাওরে নৌকা ডুবির ঘটনায় ৭ শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। হাওরের দুর্ঘটনা এড়াতে নৌকা যোগাযোগে লাইফ জ্যাকেট রাখার ব্যবস্থা করতে হবে। হাওরে টাওয়ার নির্মাণসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।তিনি মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে হাওরে নৌকা ডুবির ঘটনায় ৭ শিশুসহ নিহত ১০ জনের আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাবটি গৃহীত করেন।রোববার সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি আরো বলেন,দিরাই- শাল্লায় মাদক, জুয়া কোন ভাবেই চলতে পারবে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীকে আরো কঠোর নীতি অবলম্বন করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। যুব সমাজ ধ্বংস হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাই মাদক, জুয়া ও অসামাজিক প্রতিহত করতে কোন ধরণের ছাড় দেয়া হবে না। তিনি দিরাইয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের প্রশংসা করেন। সভায় ড.জয়া সেনগুপ্তা আরো বলেন হাওর পাড়ের কৃষকরা হাহাকার করছে, জমি চাষাবাদ করতে উৎসাহ হারিয়ে ফেলছে, গৃহস্থরা জমি বর্গা দিতে পারছে না। তাদের জন্য সহজভাবে ঋন দেয়ার কথা সরকারকে বলবো। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করে প্রতিটি পূজা মন্ডপে ৩ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেন।দিয়ে তিনি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি কেএম নজরুল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপিচেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, রেজুয়ান হোসেন খান, শাহজাহান কাজী, রতন কুমার দাস তালুকদার, সৌম্য চৌধুরী, এহসান চৌধুরী, শিবলী আহমেদ বেগ, মুজিবুর রহমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান প্রমূখ।