বিবিয়ানা মডেল কলেজে পরিকল্পনা মন্ত্রীর গণসংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকমঃ-  বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির গণসংবর্ধ্বনা আগামীকাল বিকাল ২টায় বিবিয়ানা মডেল কলেজে। সাথে থাকবেন আরো ৭ জন সংসদ সদস্য।  হাওরবেষ্টিত সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিবিয়ানা মডেল কলেজ। দুই জেলার ৫ টি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম এলাকা জুড়ে এক সময়ের খর¯্রােতা বিবিয়ানা নদীর উত্তর পারে ২০০৪ সালে প্রতিষ্টা হয় কলেজটি। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তৎকালিন চেয়ারম্যান শিক্ষানুরাগী ছুফি মিয়া ও পবিত্র কুমার দাস বিবিয়ানা মডেল কলেজের প্রতিষ্টাতা। শুরু থেকেই শিক্ষায় পিছিয়ে থাকা অঞ্চলের উচ্চ শিক্ষার বিস্তারের পাশাপাশি নারী শিক্ষার উন্নয়নে অনন্য ভূমিকায় ঈর্ষনীয় হয়ে উঠে প্রতিষ্টানটি। প্রয়াত মন্ত্রী দিরাই-শাল্লা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ঐকান্তিক সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে অনার্স কলেজে রুপান্তরিত হয়েছে। মাত্র ৬১ জন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া কলেজটিতে বর্তমানে ১২ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। ২০১০ সালে এমপিও ভূক্তির পর একাদশ ও দাদশ শ্রেণীর দরজা পেরিয়ে ২০১৩ সালে ডিগ্রি কলেজে রুপান্তরিত হয় বিবিয়ানা মডেল কলেজ। সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান ও দর্শন বিভাগ ২০১৭ সাল থেকে চালু রয়েছে অনার্স বিভাগ। এবছর এইচএসসির ফলাফলে কলেজটি সুনামগঞ্জ জেলার সেরা কলেজের স্বীকৃতি পায়। তাছাড়া ২০১৩ ও ২০১৪ সালে বোর্ড সেরা ২০ কলেজের মধ্যে ১৮ তম স্থান দখল করে। দিনে দিনে কলেজটি  সরকারী/বেসরকারী সহযোগিতায় অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস জানান, বর্তমানে ১২ শতাধিক ছাত্রছাত্রীর কলেজটিতে একটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন ও সীমানা প্রাচীর নির্মান খুবই প্রয়োজন। তাছাড়া প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এ বিশাল অঞ্চলের বাসিন্দাদের অনেক দাবি দাওয়া। সমাজসেবি ও শিক্ষানুরাগী পবিত্র কুমার দাস বলেন আমাদের এলাকায় একটি জেনারেল হাসপাতাল ্েখন সময়ের দাবী, কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন মিয়া বলেন, কুশিয়ারা নদীর উত্তরপারে বোয়ালিয়া বাজার খেয়া ঘাট হইতে সুরিয়ারপাড় হয়ে হলিকোনা পর্যন্ত ৬ কি.মি. পাকা রাস্তা নির্মান,দক্ষিন পাড়ে টেংরাখালী থেকে রোয়াইল পর্যন্ত ৩ কি.মি পাকা রাস্তা নির্মান, কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবলে থাকা সোয়াতিয়র ও গলিশাল গ্রাম রক্ষা করাসহ  দীর্ঘদিনের নানাবিধ দাবি দাওয়া নিয়েই কলেজের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ন একজন ব্যক্তি হিসেবে  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির গণসংবর্ধ্বনার আয়োজন করা হয়েছে বলে মনে করেন সচেতন এলাকাবাসী। শুক্রবার বেলা ২টায় বিবিয়ানা মডেল কলেজ মাঠে আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখবেন  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য  মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন , হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ খান , হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য  গাজী মোহাম্মদ শানওয়াজ ও সংরক্ষিত (সুনামগঞ্জ- মৌলভী বাজার) মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম। গণসংবর্ধ্বনার অনুষ্টানে সভাপতিত্ব করবেন ’ত বিবিয়ানা মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফি উল্লা।