শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায় এবং নানা দুর্ণীতি ও অনিয়মের কারনে  অধ্যক্ষের অপসারন চেয়ে শাল্লা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফিরত দিতে হবে এবং দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারন করতে হবে তা না হলে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।বক্তারা আরো বলেন এর আগেও বিনা রশিদে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ রয়েছে।
মানববন্ধনে  বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফনি ভুষন সরকার, উপজেলা যুবলীগ নেতা অজয় তালুকদার, ছাত্রলীগ নেতা সুধাকর দাস, বাহাড়া ইউনিয়ন কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ দাস, শ্রমিকলীগ নেতা গনেন্দ্র দাস, রাকেশ দাস, প্রভাংশু দাস রবীন্দ্র দাস প্রমুখ।