শাল্লায় উলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

শাল্লা প্রতিনিধি-

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ধিক্কার জ্ঞাপন ও নিজ দেশে ধষর্ণের এবং সিলেটের রায়হান হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা উলামা ঐক্য পরিষদের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৩০ অক্টোবর বাদ’জুমা উলামা পরিষদের ব্যানারে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়কে হাজার হাজার তাওহিদী জনতা বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক মানববন্ধনে মিলিত হন।
শাল্লা উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাও: নাজমুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: আশিকুর রহমানের পরিচালনায় হাফেজ মাও: আবুল কাশেম, হাফেজ মাও: এনামুল হক, মাও: মোয়াজ্জেম হোসাইন, মুফতি সাইফুর রহমান, মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ মাও: মাসুম বিল্লাহ্, মাও: আবুল খায়ের, ক্বারী আবু মুসা, আব্দুল মজিদ, সাইফুর রহমান, লাল আমিন প্রমুখ বক্তারা অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন।
উক্ত মানবন্ধনে বক্তারা ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা জ্ঞাপনসহ তাদের পন্য বর্জনের দাবিসহ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধের ডাক দেন। পাশাপাশি দেশে ধর্ষনের বিরুদ্ধে দ্রুত আইনী প্রক্রিয়া গ্রহণ ও সিলেটের রায়হান হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিও পেশ করেন। তাছাড়া বক্তরা তাদের বক্তব্যে ’৭১ টিভি বন্ধসহ দ্রব্যমূল্য হ্রাসের দাবি জানান।