শাল্লায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী শ্বশুরসহ ৭ জন কারাগারে

নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লায় যৌতুকের বলি চাঞ্চল্যকর রুনা বেগম হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুর রহিমের আদালতে ৭ জন আসামী আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার আসামীরা হলেন, নিহত রুনার শ্বশুর শাল্লা উপজেলার উজান ইয়ারাবাদ গ্রামের আব্দুল খালেক, স্বামী রাজু মিয়া, দেবর সাজু মিয়া, সুহেল মিয়া, মাজু মিয়া, আব্দুল মনাফের ছেলে মোহন মিয়া ও রিপন মিয়া। এ মামলার আসামী কমরুন্নেছা ও আকলিমা বেগম নামে দুই মহিলা পলাতক রয়েছে।

জানা যায়, গত বছর জানুয়ারি মাসে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের রুনা নামের এক গৃহবধূকে স্বামী রাজু মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করে মৃতদেহ গুম করার চেষ্টা করে। বোনকে হত্যার অভিযোগে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রুনার ভাই শাহরিয়ার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবি হুমায়ূন কবির জানান, রোববার দুপুরে রুনা হত্যা মামলার ৭ আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।