শাল্লায় রাস্তার সরকারি ব্লক নিচে ফেলে হাওররক্ষা বাঁধ নির্মাণ !

নিজস্ব প্রতিবেদক-

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাস্তার সরকারি পাকা ব্লক মাটির নিচে ফেলে চলছে হাওররক্ষা বাঁধের কাজ। উপজেলার ভেড়াডহর হাওর উপ-প্রকল্পের ৫৩নং পিআইসি’র সভাপতি বাহাড়া ইউনিয়নের সদস্য লিপ্টন দাস এ কাজ করছেন।
জানা যায়, ৫৩নং পিআইসি টি মুক্তারপুর ব্রীজ হতে ডুমরা গ্রাম পর্যন্ত। দূরত্ব ২৬২মিটার এবং টাকার পরিমান ১৬ লক্ষ ৫৮ হাজার।
গত বছরও এখানে হাওর রক্ষাবাঁধ নির্মান করা হয়েছিল। পরে এটিকে স্থায়ী সড়কে পরিণত করার জন্য এর দু’পাশে সিবিআরএমপি’র পাকা ব্লক স্থাপন করা হয়।
এবছর আবারও এখানে পিআইসি নেওয়া হয়। কিন্তু পিআইসি কমিটির লোকজন রাস্তার দুই পাশের ব্লকগুলো না সরিয়ে উপড়ে মাটি ফেলছেন।
স্থানীয়রা বলছেন নিচে ব্লক রেখে মাটি ফেললে বাঁধের মাটি বসবে না। ফলে একদিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ থেকে যাবে এবং সরকারি সম্পত্তিও নষ্ট হচ্ছে।
অনেকের অভিযোগ, প্রকৃত কৃষকদের কাজ দিলে এমনটা হত না। পিআইসি’র সভাপতি স্থানীয় মেম্বার এবং সেক্রেটারি আওয়ামীলীগ নেতা হওয়ার কারণে তারা কারও বাধা-নিষেধ না মেনে নিজেদের ইচ্ছা মাফিক কাজ করছেন।
এবিষয়ে ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী বলেন, বিষয়টি আমি উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি। পরে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান লিপ্টনকে ডেকে নিয়ে ব্লকগুলো সরানোর নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে প্রকল্প সভাপতি লিপ্টন দাস বলেন, দু’-তিন দিনের মধ্যেই ব্লকগুলো সরিয়ে ফেলা হবে।