দিরাইয়ে দোকান পোড়ানোর ঘটনায় ২ জন গ্রেফতার

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে প¦ার্শবর্তী ঘরে প্রতিহিংসাবসত আগুন দিয়ে
১০ লক্ষ টাকার মালামালসহ দোকানঘর ভষ্মিভ’ত করা হয়েছে। বৃহস্পতিবার
দিবাগত রাতে উপজেলার জকিনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে দোকান
মালিক বাদল গুপ্তের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত পার্শবর্তী দোকানদার
আফজাল হোসেন ও শিহাব মিয়া আদালতে প্রতিহিংসা বসত আগুন
দিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার
এসআই রুপক কর্মকার।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় আগুনে জকিনগর গ্রামের
বাদল গুপ্তের মুদিমালের দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এঘটনাকে
পরিকল্পিত উল্লেখ করে এলাকাবাসী দিরাই থানা পুলিশের সহযোগিতা
কামনা করেন। দিরাই থানা অফিসার ইনজার্চ ওসি কে এম নজরুলের ব্যাপক
অনুসন্ধানে শুক্রবার জকিনগর গ্রামের আফজাল ও শিহাবকে আটক করেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকার করে।
দ্রুততম সময়ে এঘটনার রহস্য উন্মোচন ও দায়ীদের আইনের আওতায় আনার
জন্য দিরাই থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার
মানুষ। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন,
প্রতিংিসার আগুনে মুদি ব্যবসায়ীর সবকিছু পুড়ে গেছে। ঘটনাটি
অত্যন্ত হৃদয়বিধারক। ওসি কে এম নজরুল বলেন, দোকানে আগুন দেয়ার বিষয়টি
গুরুত্ব সহকারে অনুসন্ধান করে ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।